Saturday, June 21, 2025
Homeবিনোদন'The Thursday Murder Club' আসছে নেটফ্লিক্সে, নেতৃত্বে পিয়ার্স ব্রসনান ও হেলেন মিরেন

‘The Thursday Murder Club’ আসছে নেটফ্লিক্সে, নেতৃত্বে পিয়ার্স ব্রসনান ও হেলেন মিরেন

ঢাকা, ৩০ মে, ২০২৫ (ডেপ্রবা) : ব্রিটিশ লেখক রিচার্ড ওসম্যানের বহুল জনপ্রিয় উপন্যাস ‘The Thursday Murder Club’ এবার রূপ নিচ্ছে সিনেমায়। নেটফ্লিক্সের জন্য নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন পিয়ার্স ব্রসনান, হেলেন মিরেন, বেন কিংসলে ও সেলিয়া ইমরি। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস কলম্বাস এবং চিত্রনাট্য লিখেছেন তিনিই, কৌতুক অভিনেত্রী ক্যাটি ব্র্যান্ডের সহলেখক হিসেবে।

গল্পটি আবর্তিত হয়েছে একটি অবসরপ্রাপ্তদের আবাসনের বাসিন্দা চার বৃদ্ধ-বৃদ্ধাকে ঘিরে, যারা শখের গোয়েন্দা হিসেবে পুরনো এবং নতুন খুনের রহস্য উদঘাটনে নামেন। এই চতুষ্টয়ের সদস্যরা হলেন একজন প্রাক্তন ইউনিয়ন নেতা, এক সাবেক গুপ্তচর, একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন প্রাক্তন নার্স। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পিয়ার্স ব্রসনান (রন), হেলেন মিরেন (এলিজাবেথ), বেন কিংসলে (ইব্রাহিম) এবং সেলিয়া ইমরি (জয়েস)।

এই সিনেমায় আরও দেখা যাবে ডেভিড টেন্যান্ট, জোনাথন প্রাইস, নাওমি অ্যাকি, রিচার্ড ই. গ্র্যান্ট এবং ড্যানিয়েল মেসের মতো তারকাদের। এটি একটি অ্যাম্বলিন প্রোডাকশন, যার প্রযোজক হিসেবে আছেন স্টিভেন স্পিলবার্গ।

২০২০ সালে প্রকাশিত রিচার্ড ওসম্যানের প্রথম উপন্যাস ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’ প্রকাশের পর থেকেই ছিল পাঠকপ্রিয়তার শীর্ষে। সেই জনপ্রিয়তা ধরে রেখেই এবার নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এই উপন্যাসভিত্তিক চলচ্চিত্র। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ২৮ আগস্ট।

সিনেমাপ্রেমীদের পাশাপাশি উপন্যাসপ্রেমীদের মধ্যেও এই সিনেমা ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই গল্প কতটা সাড়া ফেলতে পারে।

RELATED NEWS

Latest News