ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০২:৪৭
নিউজ প্রতিবেদন
বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করা অভিনেতা শাহেদ শরীফ খান সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ‘অন্তরাত্মা’ ছবির পোস্টারে নিজের নাম না থাকার ঘটনায়। ছবিটির প্রধান চরিত্রে শাকিব খান থাকলেও শাহেদ খানও এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বলে জানান তিনি।
এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে শাহেদ বলেন, “বাংলাদেশে শাকিব খান শুধু একাই নায়ক, আর কাউকেই আপনাদের চোখে পড়ে না। শাকিব খান ছাড়া হলে ছবি চলে না—আপনারা ধরে নিয়েছেন। ও-ই সব পারে, আর কেউ কিছুই পারে না।”
‘অন্তরাত্মা’ সিনেমার প্রেক্ষিতে নিজের হতাশা প্রকাশ করে শাহেদ জানান, “এই সিনেমায় আমি অভিনয় করেছিলাম। অনেক যত্ন করে বানানো একটি কাজ। কিন্তু রিলিজের বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি, এমনকি পোস্টারেও আমার নাম ছিল না।”
তিনি আরও বলেন, “আমি অনেক দিন পর বড় পর্দায় ফিরেছি। আমারও তো দর্শক আছে। আমার নাম না থাকলে দর্শক বুঝবে না আমি সিনেমাটিতে অভিনয় করেছি।”
নিজের সিনিয়রিটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ক্যারিয়ারে আমি শাকিব খানের থেকে অনেক সিনিয়র। একজন সিনিয়র অভিনেতা হিসেবে পোস্টারে আমার নাম না থাকা অত্যন্ত অসম্মানজনক।”
সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন এবং প্রযোজকের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, “তাদের কাছে হয়তো শাকিব একাই হিরো, আমি নই। তারা শুধু তাকেই হাইলাইট করতে চেয়েছেন।”
উল্লেখ্য, ‘অন্তরাত্মা’ ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খান, শাহেদ শরীফ খান এবং ভারতের পশ্চিমবঙ্গের দর্শনা বণিক অভিনয় করেছেন।
এই ঘটনাকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছে, দেশের চলচ্চিত্রে সমতা ও সম্মানজনক ব্যবস্থার কতটা ঘাটতি রয়েছে—বিশেষ করে যখন তা সিনিয়র শিল্পীদের ক্ষেত্রেও ঘটে।