যুক্তরাজ্যের লন্ডনে একটি বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় প্যালেস্টাইন অ্যাকশন নামক প্রতিবাদী সংগঠনের চার কর্মীকে সন্ত্রাসবাদের অভিযোগে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। এ সময় আদালত তাদের পরবর্তী শুনানির দিন ১৮ জুলাই পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দেন।
গত সপ্তাহে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক বিমানঘাঁটিতে দুটি সামরিক বিমানে লাল রঙ ছিটিয়ে ক্ষতি সাধন করা হয়। এতে প্রায় ৭ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ব্রিটিশ সরকার সংসদীয় অনুমোদন নিয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। এই উদ্যোগকে সংগঠনটি “অসমঞ্জস সিদ্ধান্ত” বলে উল্লেখ করে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে।
বৃহস্পতিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে যাদের হাজির করা হয়, তারা হলেন – অ্যামি গার্ডিনার-গিবসন (২৯), ড্যানিয়েল জেরোনিমাইডস-নোরি (৩৫), জনি সিন্ক (২৪) এবং লুই চিয়ারামেলো (২২)।
চারজনের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে যে তারা যুক্তরাজ্যের নিরাপত্তা ও স্বার্থবিরোধী উদ্দেশ্যে নিষিদ্ধ এলাকায় প্রবেশের ষড়যন্ত্র এবং অপরাধমূলক ক্ষতির পরিকল্পনায় জড়িত ছিলেন। পুলিশের কাউন্টার-টেরর ইউনিট জানিয়েছে, এ অপরাধগুলো সন্ত্রাসবাদ সম্পর্কিত।
একজন ৪১ বছর বয়সী নারীকে একই মামলায় সহায়তার অভিযোগে গ্রেফতার করা হলেও পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হলে প্যালেস্টাইন অ্যাকশনে সদস্য হওয়া কিংবা সংগঠনটিকে সমর্থন করাও অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৪ বছরের কারাদণ্ড।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, এর আগে সংগঠনটি গ্লাসগোর থ্যালেস ডিফেন্স ফ্যাক্টরিতে, কেন্টের ইনস্ট্রো প্রিসিশন এবং ব্রিস্টলে ইসরায়েল-ভিত্তিক এলবিট সিস্টেমসের কারখানায় হামলা চালিয়েছে।
এই প্রেক্ষাপটে শুক্রবার লন্ডনের হাইকোর্টে সংগঠনটির নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে একটি জরুরি শুনানি অনুষ্ঠিত হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক মানবাধিকার সংগঠন এই চ্যালেঞ্জে সমর্থন জানিয়েছে।