ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি আপাতত আছেন নিউইয়র্কে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘বিদায়’ বার্তা দিয়ে তিনি যেমন ভক্তদের চমকে দিয়েছেন, তেমনি নতুন করে শুরু হয়েছে নানা রকম গুঞ্জন।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মাহি নিউইয়র্ক থেকে নিজেই নিশ্চিত করেছেন তিনি এখন যুক্তরাষ্ট্রে। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে খুব বেশি কথা বলেননি। শুধু জানিয়েছেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি। সময় পেয়ে এবার এলাম।’
তবে ফেসবুকে ‘বিদায়’ লেখার কারণ জানতে চাইলে তিনি হেসে এড়িয়ে যান। আর দেশ ছাড়ার প্রশ্নে স্পষ্ট করে বলেন, ‘আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক আর আশপাশে ঘুরেই দেশে ফিরে যাব।’
এতটুকু বললেও মাহির এই সফর ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু প্রশ্ন। কারণ, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি একের পর এক আলোচনায় থেকেছেন। কখনও প্রেম, কখনও বিয়ে, আবার কখনও বিচ্ছেদ—এসব ঘটনায় চলচ্চিত্র ক্যারিয়ারটা বারবার থেমে গেছে।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সম্পর্কের ইতি টেনে ২০২১ সালে নতুন করে বিয়ে করেন গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে। তাঁদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান ফারিশ। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
এদিকে বেশ কিছুদিন ধরেই মাহির সিনেমায় দেখা মেলে না। ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী সর্বশেষ বড় পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে ‘রাজকুমার’ ছবিতে অভিনয় করেন।
অনেকেই ভেবেছিলেন, নতুন করে মাহির ফিরে আসা হবে জোরালো। কিন্তু এখন পর্যন্ত সে রকম কোনো কাজের ঘোষণা আসেনি তার পক্ষ থেকে। বরং এবার হঠাৎ যুক্তরাষ্ট্র সফর, আর ফেসবুকে ধোঁয়াশা জাগানো একটি বার্তা—সব মিলিয়ে তার ভক্তদের মনে প্রশ্ন, তবে কি মাহির আর দেখা মিলবে না?
উত্তরটা একমাত্র মাহিই জানেন। আপাতত নিউইয়র্কে কিছুটা অবসর আর নিরিবিলি সময় কাটাচ্ছেন বলেই ধারণা করছেন অনেকে। দেশে ফিরেই হয়তো খোলাসা করবেন ভবিষ্যতের পরিকল্পনা।