Monday, November 10, 2025
Homeআন্তর্জাতিকগাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ট্রাম্পের পরিকল্পনায় আংশিক সম্মতি হামাসের

গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ট্রাম্পের পরিকল্পনায় আংশিক সম্মতি হামাসের

বন্দি বিনিময় ও গাজা প্রশাসনে নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠনে রাজি হামাস, বলল যুদ্ধের অবসান চাই তারা

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তারা যুদ্ধের অবসান, বন্দি বিনিময় ও গাজা প্রশাসনে একটি নিরপেক্ষ প্রযুক্তিগত (টেকনোক্র্যাট) কর্তৃপক্ষ গঠনের বিষয়ে একমত।

বিবৃতিতে বলা হয়, “আমরা আরব, ইসলামি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে মূল্যায়ন করছি, যারা গাজা যুদ্ধের অবসান, বন্দি বিনিময় ও মানবিক সহায়তা প্রবেশে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে এসব বিষয়কে আমরা ইতিবাচকভাবে দেখছি।”

হামাস জানায়, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করা হলে বন্দি বিনিময় প্রক্রিয়া বাস্তবায়নে তারা প্রস্তুত। সংগঠনটি বলে, “আমরা যুদ্ধবন্দিদের (জীবিত ও মৃত) মুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আলোচনা শুরু করতে আগ্রহী।”

সংগঠনটি আরও জানায়, তারা গাজা প্রশাসনের দায়িত্ব একটি স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের হাতে দিতে রাজি। এই প্রশাসন হবে জাতীয় ঐকমত্যভিত্তিক ও আরব ও ইসলামি সমর্থনে পরিচালিত।

আরো পড়ুন | গাজা যুদ্ধের অবসান চুক্তির পথে, হামাস বন্দি বিনিময়ে রাজি: আশাবাদী নেতানিয়াহু

ট্রাম্পের প্রস্তাবে গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের স্থায়ী অধিকার নিয়ে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো নিয়ে হামাস বলেছে, এসব প্রশ্ন ফিলিস্তিনের সামগ্রিক জাতীয় অবস্থানের সঙ্গে সম্পর্কিত এবং আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাবনার আলোকে তা নির্ধারিত হবে।

বিবৃতির শেষাংশে হামাস জানায়, “আমরা একটি জাতীয় ঐক্য কাঠামোর মধ্যে থেকেই এসব বিষয়ে দায়িত্বশীলভাবে কাজ করব, যেখানে আমাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।”

এ বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

RELATED NEWS

Latest News