Saturday, June 21, 2025
Homeবিনোদনকুরবানির ঈদেও চালকের আসনে বুবলী, দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়

কুরবানির ঈদেও চালকের আসনে বুবলী, দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত:
১৮ মে ২০২৫, ০৫:৫৬
বিনোদন ডেস্ক

ঈদ মানেই যেন শবনম বুবলীর সিনেমা। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ঈদে তার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। চলতি বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। কুরবানির ঈদে বুবলী অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে একটি হলো ‘পিনিক’। এ সিনেমায় প্রথমবারের মতো খলনায়িকা চরিত্রে দেখা যাবে বুবলীকে। নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, আসন্ন ঈদেই এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বুবলী নিজেও জানিয়েছেন, এই চরিত্র তার ক্যারিয়ারে সবচেয়ে ব্যতিক্রমী। তিনি বলেন, “প্রতি ঈদে সিনেমা মুক্তি পাওয়া আমার জন্য বড় ঘটনা। তবে ‘পিনিক’ সিনেমায় দর্শক এক নতুন বুবলীকে দেখতে পাবেন। আমিও দারুণ উৎসাহী সিনেমাটি নিয়ে।”

থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনধর্মী গল্পের ‘পিনিক’ সিনেমায় থাকছে জিঘাংসা ও প্রতিশোধের ছাপ। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন আদর আজাদ। এটি এ জুটির তৃতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে।

এছাড়া ঈদে বুবলীর আরও একটি সিনেমা ‘সরদার বাড়ির খেলা’ মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমাটি পূর্বে ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। আপত্তির মুখে নাম পরিবর্তনের পর সেন্সর ছাড়পত্র পেয়েছে। নির্মাতা রাখাল সবুজ জানিয়েছেন, ছবিটি ঈদেই মুক্তি দিতে চান। এতে বুবলীর বিপরীতে আছেন জিয়াউল রোশান।

সবকিছু ঠিক থাকলে কুরবানির ঈদে বুবলীর দুটি সিনেমাই মুক্তি পাবে। ঈদে নায়িকাদের মধ্যে ধারাবাহিক সফলতা ধরে রাখা বুবলী এবারও সেই ধারায় থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, আসন্ন ঈদে মোট নয়টি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে ‘তুফান’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘নাদান’, ‘টগর’, ‘উৎসব’, ‘এশা মার্ডার: কর্মফল’ প্রভৃতি। সিনেমাগুলোতে অভিনয় করেছেন জয়া আহসান, শাকিব খান, মোশাররফ করিম, আরিফিন শুভ, পূজা চেরি, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ জনপ্রিয় তারকারা। তবে এতসব সিনেমার মাঝেও বুবলীর দুটি ছবি নিয়ে দর্শকদের আগ্রহ বেশ স্পষ্ট।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • মুভি

RELATED NEWS

Latest News