Saturday, July 5, 2025
Homeঅর্থ-বাণিজ্যসেরা উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘My BKB App’

সেরা উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘My BKB App’

ই-গভর্ন্যান্স ও ইনোভেশন অ্যাকশন প্ল্যান ২০২৪–২৫-এ বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে সম্মাননা

বাংলাদেশ কৃষি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন ‘My BKB App’ সেরা উদ্ভাবনী উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয় ২০২৪–২৫ সালের ই-গভর্ন্যান্স ও ইনোভেশন অ্যাকশন প্ল্যানের আওতায় আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে।

ব্যাংকটির ডিজিটাল রূপান্তরের ধারায় এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাহকরা এখন ঘরে বসেই ব্যালান্স চেক, অর্থ স্থানান্তর এবং রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. এ রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

‘My BKB App’ চালুর পর থেকে এটি রেমিট্যান্স সেবায় বিশেষ সাড়া ফেলেছে। প্রবাসী বাংলাদেশিদের টাকা দ্রুত ও নিরাপদে দেশে পাঠাতে এই অ্যাপ উল্লেখযোগ্য সুবিধা দিচ্ছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের এই অর্জন প্রমাণ করে, সরকারি খাতের ব্যাংকগুলিও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবায় নিজেদের রূপান্তর ঘটাতে পারছে। বিশেষজ্ঞরা বলছেন, এই স্বীকৃতি দেশের ডিজিটাল ব্যাংকিং খাতকে আরও উৎসাহিত করবে এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

RELATED NEWS

Latest News