জাতীয় ঐকমত্য গঠনের সরকারি উদ্যোগে একটি রাজনৈতিক দলের বিরোধিতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের সাংগঠনিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের অধিকাংশ রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানালেও একটি দল এর বিরোধিতা করছে। ফলে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে।”
ভোটাধিকারের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে পরওয়ার বলেন, “একদলীয় শাসনের কারণে আজও মানুষকে তাদের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। PR পদ্ধতিতে ভোট কারচুপির সুযোগ থাকে না এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। তাই এই পদ্ধতিই সর্বোত্তম।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও কিছু রাজনৈতিক দলের কার্যকলাপে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে জামায়াতে ইসলামী।”
পরওয়ার বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের ও নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করা সম্ভব হবে। বর্তমানে দেশের সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। এতে জনগণ আমলাতন্ত্রনির্ভর হয়ে পড়েছে এবং ব্যাপক দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতির অবসান ঘটাতে হলে রাষ্ট্র সংস্কার ও PR ভিত্তিক নির্বাচনের ব্যবস্থা চালু করতে হবে। এটি শুধু জামায়াতের নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণেরই দাবি।”
পরওয়ার তাঁর বক্তব্যের শেষভাগে বলেন, “দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।”