টানা তৃতীয় মাসের মতো কমেছে রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম।
বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) বুধবার (২ জুলাই) জুলাই মাসের জন্য নতুন দাম ঘোষণা করে জানায়, এবার প্রতি সিলিন্ডার এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৯ টাকা কম।
এর আগে জুন মাসে দাম কমেছিল ২৮ টাকা, যেখানে প্রতিসিলিন্ডার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১,৪০৩ টাকা। মে মাসেও কমেছিল ১৯ টাকা, তখন দাম ছিল ১,৪৩১ টাকা। তবে এপ্রিল মাসে মার্চের তুলনায় কোনো পরিবর্তন হয়নি।
নতুন দাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য নির্ধারিত হলেও এর সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য ভরসংখ্যার সিলিন্ডারের দামও কমবে বলে জানায় বিইআরসি।
অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা।
বিইআরসি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
জ্বালানি খাত-সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় এই মুহূর্তে দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন ব্যবহারকারীরা। তবে ভবিষ্যতে বাজার পরিস্থিতির ওপর নজর রাখা হবে।
এলপিজি এখন দেশের শহর ও গ্রামে ব্যাপক ব্যবহৃত একটি জ্বালানি উৎস। তাই এর দামে সামান্য পরিবর্তনও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের ওপর প্রভাব ফেলে।
জুলাই মাসের এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে বিইআরসি।