Saturday, July 5, 2025
Homeজাতীয়বিলম্বে বীজ বিতরণ, দিনাজপুরে আমন আবাদে পিছিয়ে পড়ছেন কৃষকরা

বিলম্বে বীজ বিতরণ, দিনাজপুরে আমন আবাদে পিছিয়ে পড়ছেন কৃষকরা

সরকারি উন্নত জাতের ধান বীজ হাতে পেলেও সময়মতো না পেয়ে স্থানীয় জাতেই আস্থা কৃষকদের

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সরকারি উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণে বিলম্ব হওয়ায় কৃষকরা স্থানীয় জাতের বীজেই আবাদ শুরু করে দিয়েছেন। এতে সরকারের উন্নত জাতের উচ্চ ফলনশীল বীজ বিনামূল্যে বিতরণের মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও সাতটি ইউনিয়নের ৩ হাজার ২০০ কৃষককে উন্নত জাতের ব্রি-৪৯, ৫১, ৭৫, ৮৭, ৯৩, ৯৪, ৯৫ ও বিনা ১৭ জাতের আমন ধানের বীজ ৫ কেজি করে এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার।

সোমবার (১৬ জুন) উপজেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ শুরু হয় এবং তা বুধবার (১৮ জুন) পর্যন্ত চলমান ছিল। তবে কৃষকরা জানান, অনেক আগেই স্থানীয় জাতের বীজ বপণ করেছেন এবং চারাগাছ ইতোমধ্যে বড় হয়ে গেছে।

বিনাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, “এখন বীজ হাতে পেলেও চাষে তা ব্যবহার করার আর কোনো সুযোগ নেই।” মনিরামপুর, সোনাজুড়ি এবং আন্দ্রিয়াস গ্রামের কৃষকরাও একই হতাশা প্রকাশ করেন।

তারা জানান, সরকারের মহৎ উদ্যোগ সত্ত্বেও বিলম্বে বিতরণ হওয়ায় এই বীজ এখন কোনো কাজে আসছে না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানান, “ঈদের ছুটির এক সপ্তাহ আগে বরাদ্দ পেয়েছি। কৃষক নির্বাচন ও বিতরণ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লেগেছে, তাই বিলম্ব হয়েছে। তবুও কৃষকরা চাইলে এখনো বপণ করতে পারবেন।”

তবে মাঠপর্যায়ে কৃষকদের মতানুসারে অধিকাংশেই চারা রোপণের কাজ ইতোমধ্যে শেষ হওয়ায় এই বীজ ব্যবহার অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিতরণ ব্যবস্থার আরও দ্রুততা ও সমন্বয় না ঘটলে এমন উদার কর্মসূচিগুলোর সুফল পেতে কৃষকরা ব্যর্থ হতে থাকবেন। আর এতে সরকারের কৃষিবান্ধব প্রচেষ্টাও প্রশ্নবিদ্ধ হবে।

RELATED NEWS

Latest News