ধর্মবিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক বক্তা জাকির নায়েক কেবল স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই বাংলাদেশ সফর করতে পারবেন।
রবিবার সচিবালয়ে তাবলিগ জামাতের দুই বিরোধী পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খালিদ হোসেন বলেন, “জাকির নায়েককে আমন্ত্রণ জানাতে একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের জানিয়েছি, বিষয়টি আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।”
তিনি বলেন, “বিদেশি কোনো অতিথির আগমন বা সফর এই দুই মন্ত্রণালয়ই পরিচালনা করে। তারা সিদ্ধান্ত নেবে জাকির নায়েক আসতে পারবেন কি না। ধর্মবিষয়ক উপদেষ্টা হিসেবে আমার কোনো এখতিয়ার নেই।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ব্যক্তিগত মতামত গুরুত্বপূর্ণ নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি দিলে তিনি আসতে পারবেন।”
রাজনৈতিক প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, “দেশ নির্বাচনমুখী, যা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই চার্টারে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, “একটি দরজা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও, সংলাপের মাধ্যমে তা খুলে যাবে। আমাদের উদ্দেশ্য স্পষ্ট ও স্বচ্ছ।”
সরকার ও রাজনৈতিক দলের মধ্যে সংলাপের জন্য কোনো সমন্বয় কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে নির্দিষ্ট তথ্য আমার জানা নেই। তবে সংলাপের সুযোগ সবসময় থাকে, আর ছোটখাটো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমেই দূর হয়।”
