Friday, September 12, 2025
Homeজাতীয়ইউনুস: জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন ও বিচারপ্রক্রিয়ার সমান গুরুত্বপূর্ণ

ইউনুস: জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন ও বিচারপ্রক্রিয়ার সমান গুরুত্বপূর্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিটির বৈঠকে গুরুত্ব আরোপ করেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নকে নির্বাচন ও বিচারপ্রক্রিয়ার সমান গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার জাতীয় ঐক্য কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্বের একটি। তাই জুলাই সনদের বিষয়টিকে নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে।”

দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে ঐক্য কমিশনের প্রস্তাবনা ও বিভিন্ন রাজনৈতিক দলের দেয়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গঠিত ছয় সদস্যের কমিটির প্রস্তাবও উপস্থাপন করা হয়।

ইউনুস বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন কেবল সাধারণ নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এমন একটি ভিত্তিগত নির্বাচন। তিনি যোগ করেন, “তাই নির্বাচন সামনে রেখে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করতে হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের মনে রাখতে হবে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজন ছাড়া কোনো বিকল্প নেই।”

ঐক্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। এছাড়া আগামী রবিবার আবারও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কাবির খান, আসিফ নজরুল, সাইদা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে অংশ নেন।

RELATED NEWS

Latest News