শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কটাবাড়ি সীমান্ত এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।
তিনি বলেন, “হাতিটির শুঁড়ে দগ্ধচিহ্ন পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।” মৃত হাতিটি একটি মাদি হাতি এবং আনুমানিক ১৫ থেকে ২০ বছর বয়সী বলে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে খাদ্যের সন্ধানে বন্য হাতির বসতবাড়িতে ঢোকার প্রবণতা বেড়েছে। মাঠে ফসল না থাকায় তারা খাবারের খোঁজে গ্রামে প্রবেশ করছে।
যদিও মৃত হাতিটির আশপাশে কোনো বৈদ্যুতিক যন্ত্র বা তার পাওয়া যায়নি, তবে হাটিপাহাড় ক্যাম্প এলাকার চারপাশে বেশ কিছু বসতি রয়েছে।
বন বিভাগ জানায়, মধুটিলা রেঞ্জ এলাকায় গত চার মাসে এটি তৃতীয় বন্য হাতির মৃত্যু। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি বন বিভাগের কর্মকর্তাদের উদ্বেগে ফেলেছে।
বন বিভাগ বলছে, হাতির বসতি ও চলাচলের এলাকায় মানুষের দখল ও খাদ্যসংকট বাড়ায় মানব-হাতি দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবিদরা।