Wednesday, August 13, 2025
Homeখেলাধুলা১৩ বছর বয়সে ওয়ূমেন ফিদে মাস্টার হলেন বাঙালি দাবাড়ু ওসরিয়া খুশবু

১৩ বছর বয়সে ওয়ূমেন ফিদে মাস্টার হলেন বাঙালি দাবাড়ু ওসরিয়া খুশবু

আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে কর্তৃক ওয়ূমেন ফিদে মাস্টার টাইটেল অর্জন করলেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল কিশোরী

বাংলাদেশের তরুণ দাবাড়ু ওসরিয়া খুশবু আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে থেকে ‘ওয়ূমেন ফিদে মাস্টার’ (WFM) উপাধি অর্জন করেছেন। মাত্র ১৩ বছর বয়সী এই কিশোরীর বর্তমান রেটিং ২১৪৫, যা ২১০০ রেটিংয়ের প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।

ফিদে নিয়ম অনুযায়ী, কোনো নারী দাবাড়ু ২১০০ বা তার বেশি রেটিং অর্জন করলে ওয়ূমেন ফিদে মাস্টার টাইটেলের জন্য আবেদন করতে পারেন। ওসরিয়া খুশবুর দ্রুত অগ্রগতি দেশি ও আন্তর্জাতিক বয়স্ক এবং বয়সভিত্তিক টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্যের ফল।

বাংলাদেশে নারী দাবার দীর্ঘ ঐতিহ্য থাকলেও এখনো পর্যন্ত দেশ থেকে কোনো ওয়ূমেন গ্র্যান্ডমাস্টার (WGM) বের হয়নি। রানী হামিদ, শামিমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিনের মতো কিংবদন্তি দাবাড়ুরা ওয়ূমেন ইন্টারন্যাশনাল মাস্টার (WIM) পর্যায়ে পৌঁছেছেন, যা ওয়ূমেন ফিদে মাস্টারের পরবর্তী ধাপ।

ওসরিয়া খুশবু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন, “এই অর্জনে আমি খুব খুশি। পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ নেভির সবাইকে কৃতজ্ঞতা।”

বাংলাদেশের নারী দাবা সম্প্রদায়ের জন্য এটি একটি বড় সাফল্য এবং আগামী দিনে আরও বড় সফলতার দিকেই ইঙ্গিত দেয়।

RELATED NEWS

Latest News