দেশের মোট ভোটার সংখ্যা এখন দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা তালিকায় এই তথ্য পাওয়া গেছে।
রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, এ বছর (২০২৫) তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে প্রথম তালিকা প্রকাশিত হয় ২ মার্চ, দ্বিতীয়টি প্রকাশিত হলো আজ ৩১ আগস্ট এবং আগামী ৩১ অক্টোবর আরেকটি পরিপূরক তালিকা প্রকাশ করা হবে।
সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, বর্তমানে দেশে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার আছেন ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এসব তথ্য নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠু ও নির্ভরযোগ্য করতে সহায়ক হবে। আসন্ন জাতীয় নির্বাচনে আপডেট করা এই তালিকা ব্যবহার করা হবে।