Thursday, June 12, 2025
Homeজাতীয়নাটোরে পুকুর থেকে উদ্ধার বিষ্ণুমূর্তি, থানায় হস্তান্তর

নাটোরে পুকুর থেকে উদ্ধার বিষ্ণুমূর্তি, থানায় হস্তান্তর

নাটোরের সিংড়ায় একটি পুরাতন পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খনন করা পুকুরে মূর্তিটি দেখতে পান স্থানীয়রা।

প্রায় ৬ কেজি ওজনের ছাই রঙের মূর্তিটি দেখতে পেয়ে গাড়াবাড়ি গ্রামের দুই বাসিন্দা, আরাফাত আলী ও সাফি প্রামাণিক, সেটিকে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ভেবে ভাগাভাগি করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেন জানান, গত বছর পুকুরটি খনন করা হয়েছিল। অতিবৃষ্টির কারণে পুকুরের পাড়ের মাটি সরে গিয়ে সম্প্রতি মূর্তির একটি অংশ প্রকাশ পায়। স্থানীয়দের সন্দেহ হলে তারা তা তুলে বাড়ি নিয়ে যান এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই এবং মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এটি দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। মূর্তিটি সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

মূর্তিটি প্রকৃতপক্ষে কষ্টিপাথরের কিনা এবং এর ঐতিহাসিক গুরুত্ব আছে কি না, তা তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান স্থানীয় প্রশাসন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি একটি পুরাতন ধর্মীয় স্থাপনার অংশ হতে পারে। মূর্তিটি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, এটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।

RELATED NEWS

Latest News