Saturday, June 21, 2025
Homeখেলাধুলাক্রিকেটআইপিএল ফাইনালের সামনে কোহলি, জিতলে কি বিদায় বলবেন এই কিংবদন্তি?

আইপিএল ফাইনালের সামনে কোহলি, জিতলে কি বিদায় বলবেন এই কিংবদন্তি?

আইপিএল ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান হলেও এখনো শিরোপার দেখা পাননি বিরাট কোহলি। হাজার হাজার রান, যুগের পর যুগের সেঞ্চুরি, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ—সবই আছে তার অর্জনের তালিকায়। শুধু আইপিএল ট্রফিটাই এখনও অধরাই রয়ে গেছে।

২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে যাত্রা শুরু করেছিলেন কোহলি। সেই থেকে ১৬ বছরের অপেক্ষা। সবচেয়ে বড় আক্ষেপের কথা জানতে চাওয়া হলে, কোহলি নিজেই বলেছিলেন ২০১৬ সালের আইপিএল ফাইনাল হারাটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট। এবার সেই স্বপ্ন পূরণের দোরগোড়ায় তিনি আবার।

আজ রাতেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫ ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। গোটা আসরে দুর্দান্ত ফর্মে থাকা কোহলি এবার মাঠে নামছেন একটা ট্রফির জন্য, যেটা তিনি সবচেয়ে বেশি চেয়েছেন।

তবে এই ফাইনাল ঘিরে ভক্তদের মধ্যে এক ভিন্ন ধরণের উদ্বেগও দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে—ট্রফি জিতলেই কি আইপিএলকে বিদায় বলবেন বিরাট কোহলি?

এই প্রশ্নের উৎস খুব একটা অযৌক্তিক নয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কয়েক মিনিটের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এরপর চলতি বছরের ১২ মে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন একটি ইনস্টাগ্রাম পোস্টে। ফলে আইপিএল জয় করলে হঠাৎ করেই আইপিএল থেকেও অবসর নেয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল অবশ্য আশাবাদী, কোহলি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। তার মতে, কোহলির বর্তমান ফিটনেস এবং এনার্জি এখনো আগের মতোই শক্তিশালী। দায়িত্ববোধও কমেনি একটুও।

তিনি আরও জানান, “বিরাট এখনো তরুণের মতোই খেলে। ফ্যানরা তাকে আরও কয়েক বছর মাঠে দেখতে চায়, আমিও চাই। এখনও তার রাজত্ব শেষ হয়নি।”

এখন প্রশ্ন একটাই—আজ রাতে যদি আইপিএলের মুকুট উঠে বিরাট কোহলির মাথায়, তবে কি তিনি সেই রাজত্ব নিজেই শেষ করবেন? এখনও নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। তবে এটা নিশ্চিত, কোটি কোটি ফ্যান চাইবে তিনি শুধুই ট্রফি জিতেই থেমে না যান, মাঠে তার ব্যাট যেন আরও অনেক বছর ঝলসে ওঠে।

বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তি ব্যাটসম্যানের হাতে যদি এবার আইপিএলের স্বপ্নের ট্রফি ওঠে, তাহলে সেটা কেবল কোহলিরই নয়, তার সমর্থকদের জন্যও হবে এক ঐতিহাসিক মুহূর্ত।

RELATED NEWS

Latest News