বার্সেলোনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার পর ক্ষোভ প্রকাশের ঘটনায় রিয়াল মাদ্রিদের সমর্থক, সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
শনিবারের ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জয় পায়, কিন্তু ৭২তম মিনিটে বদলি হিসেবে রদ্রিগো নামায় কোচ জাবি আলোনসো। তখনই ক্ষোভে মাঠ ছেড়ে টানেলে চলে যান ভিনিসিয়ুস।
সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আজ আমি রিয়াল মাদ্রিদের সব সমর্থকদের কাছে ক্লাসিকো ম্যাচে আমার প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চাইছি। আজকের অনুশীলনে আমি আমার সতীর্থ, ক্লাব ও সভাপতি মহাশয়ের কাছেও সরাসরি দুঃখ প্রকাশ করেছি।”
তিনি আরও বলেন, “কখনও কখনও জয়ের আকাঙ্ক্ষা আমাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আমার প্রতিযোগিতামূলক মানসিকতা আসে এই ক্লাবের প্রতি গভীর ভালোবাসা থেকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, রিয়াল মাদ্রিদের জয়ের জন্য আমি প্রতিটি মুহূর্তে লড়ে যাব, যেমনটি প্রথম দিন থেকে করে আসছি।”
বদলি হওয়ার পর মাঠ ছেড়ে গেলেও, ম্যাচের শেষ দিকে আবারও সাইডলাইনে ফিরে আসেন ভিনিসিয়ুস এবং তখন বার্সেলোনার লামিন ইয়ামালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “এই বিষয়টি ড্রেসিং রুমেই সমাধান করা হবে।”
