স্পেনের লা লিগার ভিলারিয়াল ও বার্সেলোনা দলের মধ্যকার ডিসেম্বর মাসের ম্যাচটি মিয়ামিতে আয়োজন করার পরিকল্পনা নিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন (RFEF)।
সোমবার এক বিবৃতিতে RFEF জানায়, তারা ম্যাচটি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ২০ ডিসেম্বর আয়োজিত করার জন্য ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউইএফএ এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে অনুমোদনের জন্য আবেদন পাঠিয়েছে।
এটি ইউরোপের অন্যতম প্রধান ঘরোয়া লিগে প্রথমবারের মতো কোনো ম্যাচ বিদেশে আয়োজন হওয়ার ঘটনা হবে। যদিও স্পেন সুপার কাপ আগে থেকেই বিদেশে, বিশেষ করে সৌদি আরবে আয়োজিত হয়ে থাকে।
লিগের শীতকালীন বিরতির আগে শেষ রাউন্ডে এই ম্যাচটি হওয়ার কথা রয়েছে। অনুমোদন মিললে এটি ইউরোপের ঘরোয়া ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।