Saturday, October 25, 2025
Homeআন্তর্জাতিকভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার

ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করলেন পুরস্কার

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো এ বছরের নোবেল শান্তি পুরস্কার অর্জনের পর তা উৎসর্গ করেছেন নিজের দেশের জনগণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুক্রবার এক পোস্টে তিনি বলেন, “আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার কষ্টভোগী জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমাদের আন্দোলনে তাঁর দৃঢ় সমর্থনের জন্য।”

মাচাদো আরও লেখেন, “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার দেশসমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর ওপর নির্ভর করছি স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।”

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি বৈশ্বিক শান্তি উদ্যোগে ভূমিকার কারণে নোবেল পুরস্কারের যোগ্য। তিনি আরও বলেন, যদি তাঁকে পুরস্কার না দেওয়া হয়, তা হলে সেটি যুক্তরাষ্ট্রের প্রতি “অবমাননা” হবে।

বৃহস্পতিবার নোবেল পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকেই অগ্রাধিকার দিয়েছে।”

৫৮ বছর বয়সী মারিয়া কোরিনা মাচাদো গত এক বছর ধরে ভেনেজুয়েলায় আত্মগোপনে রয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাঁকে বাদ দেওয়া হয়। পরে তিনি প্রাক্তন কূটনীতিক এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়ার পক্ষে প্রচারণা চালান, যাঁকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই বৈধ বিজয়ী হিসেবে দেখছেন।

নোবেল কমিটি মাচাদোর “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচার থেকে শান্তিপূর্ণ গণতন্ত্রে রূপান্তরের প্রচেষ্টা”কে স্বীকৃতি দিয়েছে বলে জানায়।

মাচাদো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও চাপের নীতিকে “গণতন্ত্রের পথে প্রয়োজনীয় পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তাঁর পোস্টটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে অভিনন্দন জানান।

ভেনেজুয়েলার আরেক বিরোধী নেতা এবং দুইবারের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেস মাচাদোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই স্বীকৃতি ভেনেজুয়েলায় শান্তি, স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন অনুপ্রেরণা হয়ে উঠুক।”

RELATED NEWS

Latest News