বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)। ঢাকায় সফররত ইউএসটিআরের একটি প্রতিনিধি দল সোমবার রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের আয়োজনে বিজিএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানায়।
দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য ইউএসটিআরের সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় তিন দিনের সফরে রয়েছে। সফরের মূল উদ্দেশ্য প্রতিসংহারমূলক শুল্ক এবং পারস্পরিক শুল্ক সংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা।
বিজিএমইএর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ব্রেন্ডান লিঞ্চ বলেন, বাংলাদেশের শ্রম আইন ২০০৬ সংশোধন করে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন।
এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রম ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে ৮১টি ট্রেড ইউনিয়নের সঙ্গে সংলাপ হয়েছে এবং শ্রম আইন সংশোধনের প্রস্তাব তৈরির কাজ চলমান। এতে জাতীয় বাস্তবতা, শিল্প খাতের প্রেক্ষাপট, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং বাস্তবায়নযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিল্প ও কর্মসংস্থান উভয়কেই সুরক্ষিত রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
বিজিএমইএ সভাপতি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান ধাপে ধাপে শ্রম খাতে যে ইতিবাচক পরিবর্তন আসছে, সেটিকে উৎসাহের চোখে দেখতে।
বৈঠকে বিজিএমইএর সহ-সভাপতি মো. রেজওয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম এবং স্থায়ী কমিটির চেয়ারম্যান লুৎফে এম আয়ুব উপস্থিত ছিলেন।
এ বৈঠকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং লেবার অ্যাটাশে লীনা খানও উপস্থিত ছিলেন।