যুক্তরাষ্ট্র ২০২৫ সালের প্রথম ছয় মাসে শুল্ক থেকে যে আয় করেছে তা ২০২৪ সালের পুরো বছরের শুল্ক আয়ের চেয়ে বেশি বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগ। এফপির সংগ্রহীত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে শুল্ক থেকে মোট আয় প্রায় ৮৭ বিলিয়ন ডলার হয়েছে।
গত বছরের পুরো বছর যুক্তরাষ্ট্র মোট ৭৯ বিলিয়ন ডলার শুল্ক আয়ের রেকর্ড করেছিল। ২০২২ সালে শুল্ক থেকে সর্বোচ্চ আয় হয়েছিল ৯৮ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিমালা বিশ্বব্যাপী বাণিজ্যের নিয়মে বড় পরিবর্তন এনেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুক্ত বাণিজ্যের নীতিকে পেছনে ফেলে ট্রাম্প বেশ কয়েকটি পণ্য ও দেশের উপর শুল্ক আরোপ করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে এমন চুক্তি করেছে, যা আগের চেয়ে বেশী শুল্ক আরোপ করবে, তবে ট্রাম্পের প্রস্তাবিত সর্বোচ্চ শুল্কের চেয়ে কম।
২০২৫ সালের জুন মাসে শুল্ক থেকে আয় ছিল প্রায় ২৬.৬ বিলিয়ন ডলার, যা বছরের শুরুতে জানুয়ারির তুলনায় প্রায় চারগুণ বেশি।
ট্রাম্প বৃহস্পতিবার তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লেখেন, বিশ্বব্যাপী তাঁর আরোপিত শুল্ক আমেরিকাকে “মহান এবং ধনী” করেছে এবং দেশটিকে বিশ্বের সবচেয়ে “উষ্ণ” অর্থনৈতিক জায়গায় পরিণত করেছে।
আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যসহ প্রায় ৮০টি দেশের জন্য ১১ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে। একই দিনে তামার আমদানি নিয়েও ৫০ শতাংশ শুল্ক আরোপ শুরু হবে।
এই নীতি ও শুল্ক পরিবর্তন বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।