মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ২০ শতাংশ শুল্ক বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় কার্যকর হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করার আগেই চট্টগ্রাম বন্দরে রফতানিতে ব্যাপক উত্সাহ দেখা গেছে। ব্যবসায়ীরা নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই দ্রুত পণ্য রফতানির চেষ্টা চালিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, নতুন শুল্কের প্রভাব এড়াতে প্রতিদিন প্রায় ৮০০টি অতিরিক্ত কন্টেইনার রফতানি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ রফতানিকারকদের অগ্রাধিকার দিয়ে সহযোগিতা দিচ্ছে।
বুধবার সকাল ৮টার মধ্যে বন্দর এলাকার ১৯টি ডিপোতে মোট ১৫,৪০০টি ২০ ফুটের রফতানি কন্টেইনার জমা ছিল, যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অনেক রফতানিকারক ৭ আগস্টের পূর্বেই পণ্য রফতানি করার জন্য দ্রুত কাজ করেছেন। যারা আগে থেকেই পণ্য তৈরি করে রেখেছিলেন, তারা আগস্টের প্রথম দিনের আগেই রফতানি সম্পন্ন করেছেন।
জুলাই মাসে রফতানি গতিবেগে ২৫ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে। এশিয়ান-ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম জানিয়েছেন, জুলাই মাসে বাংলাদেশ থেকে গার্মেন্টস রফতানি হয়েছে প্রায় ৩.৯৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ৮২০ মিলিয়ন ডলার রফতানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
চট্টগ্রাম বন্দর দিয়ে গার্মেন্টস রফতানির ৬০ শতাংশ হচ্ছে বলে তিনি জানান।
এর আগে মার্কিন শুল্ক হার ছিল ৩৭ শতাংশ। ৩১ জুলাই অনুষ্ঠিত তৃতীয় দফার দ্বিপাক্ষিক আলোচনার পর শুল্ক হার ২০ শতাংশে নামানো হয়।
তবে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক ১৫ শতাংশের বেশি হওয়ায়, মোট শুল্ক এখনো ৩৫ শতাংশের উপরে রয়েছে। এর আগে তৈরি পোশাক পণ্যের শুল্ক ছিল প্রায় ১৬.৫ শতাংশ।
বাণিজ্য বিশ্লেষক ও সাবেক বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান বলেন, শুল্ক প্রয়োগের ক্ষেত্রে বন্দরের পণ্য রিলিজের সময় বিবেচনা করা হয়।
তিনি আরও জানান, মার্কিন কাঁচামাল থেকে আসা কাউন্টারভেলিং ডিউটি (পুনঃপ্রতিহত শুল্ক) থেকে বাংলাদেশ আংশিক সুবিধা পাচ্ছে। কারণ, দেশের গার্মেন্টস খাত আমেরিকান তুলার ওপর অনেকটাই নির্ভরশীল।
কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, নতুন শুল্ক এড়াতে রফতানিকারকরা আগেভাগেই কন্টেইনার জমা দিয়েছেন।
তিনি জানান, মাসিক রফতানি কন্টেইনারের গড় পরিমাণ ৬০ থেকে ৬৫ হাজার হলেও জুলাই মাসে এটি বেড়ে প্রায় ৯৯ হাজার হয়েছে, যার মধ্যে ৮১ হাজার ইতিমধ্যেই রফতানি সম্পন্ন হয়েছে।