ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরস্ত্র বাফার জোন তদারকিতে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বাফার জোন ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা দেবে। নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো বহির্ভূত দেশগুলোর সেনারা মোতায়েন হতে পারে। সম্ভাব্য দেশগুলোর মধ্যে সৌদি আরব ও বাংলাদেশ এর নাম উল্লেখ করা হয়েছে।
তবে এনবিসি নিউজ আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধের সমাপ্তি টানা বা রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি বৈঠক আয়োজন নিয়ে এখন আরও হতাশাবাদী হয়ে উঠেছেন।
গত মাসে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠক হলেও যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি।
প্রতিবেদনের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।