Sunday, August 10, 2025
Homeআন্তর্জাতিকজাতিসংঘে বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূতের মুখ ফসকে ‘ইসরায়েল ছড়াচ্ছে সন্ত্রাস’

জাতিসংঘে বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূতের মুখ ফসকে ‘ইসরায়েল ছড়াচ্ছে সন্ত্রাস’

ইরানকে অভিযুক্ত করতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য, পরে সংশোধন করেন ডোরোথি শিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভুল করে ইসরায়েলকে ‘সন্ত্রাস ও ভয়াবহতার’ জন্য দায়ী বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডোরোথি শিয়া। শুক্রবারের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ডোরোথি শিয়া ইরানের আঞ্চলিক ভূমিকার সমালোচনা করতে গিয়ে বলেন, “ইসরায়েলের সরকার এই অঞ্চলে সন্ত্রাস, বিশৃঙ্খলা ও ভোগান্তি ছড়িয়েছে।” এর পরপরই তিনি থেমে যান এবং সংশোধন করে বলেন, “ইরানের সরকার এই অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।”

ঘটনাটি ঘিরে কূটনৈতিক অঙ্গনে বিভ্রান্তি দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি নিছক ভুল, না কি রাজনৈতিক দ্বিধার প্রতিফলন।

ভুল স্বীকারের পর শিয়া পুনরায় ইসরায়েলের পক্ষে মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলায় জড়িত না থাকলেও, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপে আমরা তাদের পাশে আছি।”

তিনি আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে এবং এটিকে ‘অগ্রহণযোগ্য’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন।

“এই পরিষদকে ইরানকে পথ পরিবর্তনের আহ্বান জানাতে হবে,” বলেন শিয়া। “তাদের অবশ্যই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে, যাতে আর কোনো ধ্বংস না ঘটে।”

সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানে, যার জবাবে তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই প্রেক্ষাপটে শিয়ার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

RELATED NEWS

Latest News