এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার (১০ জুন) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পরাজয় বরণ করে স্বাগতিক দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে শামিত সোমের অসাধারণ থ্রু পাসে রাকিব হোসেন গোলের সুযোগ পান। তবে রাকিব কিংবা ফাহমেদুল ইসলাম কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। এরই মাঝে হামজা চৌধুরীর নেওয়া একটি দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
৪৫তম মিনিটে সিঙ্গাপুরের সং উই ইয়ং গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ফিরে এসে ৫৮তম মিনিটে ইখসান ফান্দি ব্যবধান দ্বিগুণ করেন।
তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭তম মিনিটে হামজা চৌধুরীর অসাধারণ পাস থেকে রাকিব হোসেন একটি গোল শোধ দেন। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণভাগকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। শেষ মুহূর্তে একাধিক কর্নার পেলেও আর সমতায় ফিরতে পারেনি দল।
এই হারের ফলে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে হংকংয়ের কাছে হেরে এক পয়েন্ট নিয়ে ভারতের অবস্থানও বাংলাদেশের সমান। হংকং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।