ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নির্বাহী কমিটির সপ্তম সভা মঙ্গলবার রাজধানীর গুলশান-১ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. ফারিদউদ্দিন আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য, ব্যাংকের বোর্ড ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মো. শহিদুল ইসলাম জাহিদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হুমায়ুন কবীর।
এছাড়াও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইকবাল ও মিজানুর রহমান সভায় অংশ নেন।
ব্যাংকের কর্মকর্তারা জানান, সভায় নির্বাহী কমিটির বিভিন্ন কার্যক্রম ও নীতি বাস্তবায়ন বিষয়ক আলোচনা হয়।