জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
রবিবার (২ নভেম্বর) সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, “যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা হয়, আমরা সবাই আমাদের কণ্ঠ হারাই। আসুন, আমরা একসাথে দাঁড়াই—গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহিতা দাবি করতে, এবং সত্য বলার অধিকার যেন কেউ ভয় ছাড়াই প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে।”
অন্যদিকে, যুক্তরাজ্য জানিয়েছে যে মিয়ানমার এখনও সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।
ইয়াঙ্গুনে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত সাতজন সাংবাদিক নিহত হয়েছেন, ২০০ জনের বেশি আটক হয়েছেন, এবং এখনো ৫১ জন—যাদের মধ্যে নারী সাংবাদিকও রয়েছেন—কারাগারে রয়েছেন।
বিবৃতিতে যুক্তরাজ্য মিয়ানমারের সাহসী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানায় এবং বিশেষ করে নারী সাংবাদিকদের অনলাইন ও অফলাইনে সম্মুখীন হওয়া হুমকির নিন্দা জানায়।
