Tuesday, October 28, 2025
Homeআন্তর্জাতিকইউক্রেনের হামলায় বেলগোরদ অঞ্চলে ১ নিহত, আহত ২৩

ইউক্রেনের হামলায় বেলগোরদ অঞ্চলে ১ নিহত, আহত ২৩

রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় বহু ঘণ্টার গোলাবর্ষণ, আহতদের মধ্যে তিন শিশু

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে একজন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

রবিবার স্থানীয় সময় রাতে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গ্লাদকভ বলেন, “গতকাল বেলগোরদ অঞ্চল জুড়ে পরিস্থিতি ছিল কঠিন। বেলগোরদ শহর, বেলগোরদ জেলা, শেবেকিনো ও গ্রাইভোরন জেলা কয়েক ঘণ্টা ধরে ইউক্রেনীয় বাহিনীর হামলার মুখে পড়ে। রাকিতনোয়ে জেলায় একজন নিহত হয়েছেন।”

তিনি নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গভর্নর আরও জানান, ইউক্রেনীয় গোলাবর্ষণে আহত ২৩ বেসামরিক নাগরিকের মধ্যে তিনজন শিশু। এদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের অস্ত্রোপচার করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সীমান্তবর্তী এই অঞ্চলটি সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় ড্রোন ও আর্টিলারি হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

RELATED NEWS

Latest News