Friday, September 5, 2025
Homeআন্তর্জাতিকপুতিনের মস্কোতে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউক্রেন

পুতিনের মস্কোতে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউক্রেন

জেলেনস্কি বৈঠকে রাজি, তবে অন্তত সাত দেশ নিরপেক্ষ স্থানের প্রস্তাব দিয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বুধবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি চাইলে আলোচনার জন্য মস্কো সফর করতে পারেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানান, অন্তত সাতটি দেশ পুতিন-জেলেনস্কি বৈঠক আয়োজনের প্রস্তুতি প্রকাশ করেছে। তিনি লিখেছেন, “এগুলো গুরুতর প্রস্তাব এবং প্রেসিডেন্ট জেলেনস্কি যেকোনো সময় বৈঠকে বসতে প্রস্তুত।”

কিন্তু একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিয়ে সবার সঙ্গে খেলা করছেন।” তিনি রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান।

পুতিন আগেও বলেছেন, আলোচনার চূড়ান্ত ধাপে তিনি জেলেনস্কির সঙ্গে বসতে রাজি। বুধবারও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “বৈঠক কেবল তখনই সম্ভব, যদি তা যথাযথভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফল বয়ে আনে।”

তিনি আরও বলেন, “শেষ পর্যন্ত যদি জেলেনস্কি প্রস্তুত থাকেন, তবে তিনি মস্কোতে আসতে পারেন।”

পুতিন এ সময় আবারও প্রশ্ন তোলেন জেলেনস্কির প্রেসিডেন্ট পদ নিয়ে। তার দাবি, জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ আগেই শেষ হয়েছে এবং যুদ্ধকালীন আইন জারির কারণে নতুন নির্বাচন হয়নি।

রাশিয়া দীর্ঘদিন ধরেই বলছে, স্থায়ী শান্তির জন্য ইউক্রেনকে নতুন সীমান্ত স্বীকার করতে হবে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাদ দিতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে, বৈঠক কোথায় হবে তা নিয়েই সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউক্রেন জোর দিচ্ছে নিরপেক্ষ দেশে আলোচনার ওপর, আর পুতিন চাইছেন মস্কোতে বৈঠক করতে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই অবস্থানগত পার্থক্যই শান্তি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

RELATED NEWS

Latest News