মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুক্তরাজ্যের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া পদক্ষেপ কার্যকর হবে না যদি এটি কেবল প্রতীকী পর্যায়েই সীমিত থাকে। সংগঠনটির মতে, এই স্বীকৃতিকে বাস্তবায়নযোগ্য করতে হলে ইসরায়েলের গাজায় গণহত্যা ও দীর্ঘদিনের দখলদারিত্ব বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
অ্যামনেস্টির সংকট প্রতিক্রিয়া ব্যবস্থাপক ক্রিস্টিয়ান বেনেডিক্ট এক বিবৃতিতে বলেন, “স্বীকৃতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে শুধু কথায় নৃশংসতা থামবে না।”
তিনি যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানান কয়েকটি বিষয়ে স্পষ্ট পদক্ষেপ নিতে। এর মধ্যে রয়েছে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করা, যুদ্ধাপরাধে জড়িত কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, দখলীকৃত এলাকায় অবৈধ বসতির সঙ্গে বাণিজ্য বন্ধ করা এবং দুর্ভিক্ষকবলিত গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া।
বেনেডিক্ট আরও বলেন, ইসরায়েলের যে নীতি আন্তর্জাতিক মহলে বর্ণবৈষম্যের রূপ পেয়েছে, সেটি ভেঙে ফেলতে হবে। তার মতে, যেকোনো রাজনৈতিক সমাধান হতে হবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোর দিয়ে বলেছে, যুক্তরাজ্যের এই স্বীকৃতি কেবল রাজনৈতিক প্রতীক হিসেবে নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার কার্যকর উদ্যোগে পরিণত হতে হবে।