Friday, September 26, 2025
Homeজাতীয়সিলেটে প্রবাসীর ৩ কোটি টাকা আত্মসাৎ ও বাড়ি দখলের অভিযোগ

সিলেটে প্রবাসীর ৩ কোটি টাকা আত্মসাৎ ও বাড়ি দখলের অভিযোগ

সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরচকে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নূরের তিন কোটি টাকা আত্মসাত ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রবাসীর আত্মীয় শামীম মিয়া ও তার ভাই কালা মিয়া, মজির মিয়া ও সুনু মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তিনি।

বুধবার সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আব্দুল নূর জানান, আত্মীয়তার সুযোগ নিয়ে প্রতারকরা তার বৃদ্ধা মা সুরেতুন নেছাকে ভুল বুঝিয়ে সম্পত্তি ক্রয়ের কথা বলে লন্ডন প্রবাসী আব্দুল নূরের কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও কোনো জমি তার নামে কেনা হয়নি। বরং নিজেদের নামে জমি কিনে সেই টাকায় লাভবান হয়েছে অভিযুক্তরা।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, এসব বিষয়ে তিনি একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি। অভিযুক্তরা আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে শাহপরাণ থানার সঙ্গে সমন্বয় করে জাল দলিল তৈরি করে তার বাড়ি দখলের পাঁয়তারা করছে। জাল স্বাক্ষর ও ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি ব্যবহার করে সম্পত্তির নামজারি করে নেওয়ার অভিযোগও করেন তিনি।

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা অমান্য করেছে বলে দাবি করেন আব্দুল নূর। তিনি জানান, ৩০ এপ্রিল তার ওপর হামলা চালানো হয় এবং এখন নিয়মিত হুমকি পাচ্ছেন তিনি ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাশহুদ আহমদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট। এতে জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও যথাযথ আইনি পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • মামলা

RELATED NEWS

Latest News