ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ছোট লাহিড়ী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
নিহতরা হলেন সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭)। তারা দুজনই চাচাতো ভাই এবং একই গ্রামের বাসিন্দা। সিয়ামের পিতা দবিরুল ইসলাম ও সোহানের পিতা সাফিউল ইসলাম ঢাকায় কর্মরত বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, শিশুরা একই হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে খেলতে বের হলে তারা পুকুরে নামে এবং ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।
লাহিড়ী তাওক্বা মাদ্রাসার শিক্ষকরা বলেন, “সোহান ও সিয়াম ছিল ভদ্র, ধার্মিক ও মেধাবী শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
নিহতদের দাদী মাহামুদা কান্না জড়িত কণ্ঠে বলেন, “দুজনের বাবা-মার একমাত্র সন্তান ছিল তারা। এখন সব শেষ হয়ে গেল।”
এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজন চলছে।
ওসি শওকত আলী সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলেন, এলাকায় নিরাপত্তা বেড়ানোর পাশাপাশি শিশুদের সচেতন করতেই এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।