Monday, October 6, 2025
Homeরাজনীতিবাংলাদেশে জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দুই দেশের সম্পর্ক জোরদার, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা বৃদ্ধিতে আলোচনায় আগ্রহ

বাংলাদেশ সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি ঢাকায় জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জামায়াত আমিরের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, মানবিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির দিকগুলো নিয়েও মতবিনিময় হয়।

তুরস্কের বিনিয়োগ সম্ভাবনা এবং বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার গুরুত্বও তুলে ধরা হয়।

বৈঠকে জামায়াতের মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান ও সহকারী মহাসচিব ইহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News