Tuesday, October 7, 2025
Homeরাজনীতিতুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিএনপির সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিএনপির সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ

দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সম্ভাবনা

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনজি সোমবার বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারটি দুপুর ২টার দিকে শুরু হয়। এ সময় বাংলাদেশের তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি, সালাহউদ্দিন আহমেদ, অ্যাক্টিং চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শায়রুল কবির খানের বরাতে জানা যায়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে।

RELATED NEWS

Latest News