Thursday, July 10, 2025
Homeজাতীয়টিউলিপ সিদ্দিকের মামলা রাজনৈতিক নয়, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দায়ের: দুদক চেয়ারম্যান

টিউলিপ সিদ্দিকের মামলা রাজনৈতিক নয়, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দায়ের: দুদক চেয়ারম্যান

ব্রিটিশ রাজনীতিতে প্রভাব ফেলার অভিযোগ নাকচ, আইনি প্রক্রিয়ার মধ্যেই নিষ্পত্তির আহ্বান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, সাবেক যুক্তরাজ্য মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত নয়। বরং নির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতেই মামলাটি করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, টিউলিপ সিদ্দিকের আইনজীবী যে চিঠি দিয়ে মামলাটিকে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ বলে দাবি করেছেন, তা ভিত্তিহীন। তিনি বলেন, “আইনি বিষয় চিঠির মাধ্যমে নিষ্পত্তি হয় না। যদি টিউলিপ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান, তাহলে তাঁকে আদালতে এসে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।”

তিনি আরও বলেন, “এই মামলা ব্রিটিশ রাজনীতিকে নাকচ করে দেবে এমন চিন্তা অতিরঞ্জিত। এটি বাংলাদেশি আইনের অধীন একটি স্বাভাবিক মামলা, যেটি আমাদের নিয়ম অনুযায়ী চলছে।”

মোমেন জানান, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও টিআইএন নম্বরধারী নাগরিক। সে অনুযায়ী দেশের আদালতেই মামলার বিচার হওয়া আইনসঙ্গত। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। তিনি আদালতে হাজির না হলে, মামলার কার্যক্রম অনুপস্থিতিতেই চলবে।

বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপ করার প্রশ্নে মোমেন বলেন, “দুদকের এখতিয়ার বিদেশি রাজনীতির বিষয় নয়। টিউলিপ সিদ্দিকসহ যে কেউ বাংলাদেশি আইন ভঙ্গ করলে, তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনি ব্যবস্থায়ই ব্যবস্থা নেওয়া হবে।”

দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের বক্তব্যের সমালোচনা করে বলেন, “তাদের বক্তব্যে ব্রিটিশ রাজনীতিকে দুর্বল দেখানো হচ্ছে, যা বাস্তবসম্মত নয়। দুদক আইনগত কাঠামোর মধ্যেই কাজ করছে, রাজনৈতিক নয়।”

তিনি আরও জানান, ২০১৩, ২০১৮ ও ২০২৪ সালের বেশ কিছু আলোচিত ঘটনা নিয়েও বর্তমানে তদন্ত চলছে। দুর্নীতি প্রতিরোধে কমিশনের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • দুদক

RELATED NEWS

Latest News