রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে যখন অ্যানফিল্ডে ফিরবেন, তখন হয়তো তাকে মুখোমুখি হতে হবে ক্ষুব্ধ দর্শকদের। তবুও, নিজের শৈশবের ক্লাব লিভারপুলের প্রতি ভালোবাসা একটুও কমেনি বলে জানালেন তিনি।
লিভারপুলেই জন্ম ও বেড়ে ওঠা আর্নল্ড ক্লাবটির একাডেমি থেকেই উঠে আসেন। তার নেতৃত্বে লিভারপুল জিতেছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ।
তবে নতুন চ্যালেঞ্জ নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন না করায় অনেক সমর্থক ক্ষোভ প্রকাশ করেন। মে মাসে আর্সেনালের বিপক্ষে এক ম্যাচে দর্শকদের দুয়োও শুনতে হয় তাকে।
“ভক্তরা যেভাবে আমাকে গ্রহণ করবেন, সেটা তাদের সিদ্ধান্ত,” রবিবার অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আর্নল্ড। “আমি সবসময় লিভারপুলকে ভালোবাসব। আমি সবসময় এই ক্লাবের ভক্ত থাকব।
“যেভাবেই আমাকে গ্রহণ করা হোক, আমার অনুভূতি বদলাবে না। লিভারপুলের সঙ্গে আমার এমন স্মৃতি আছে যা সারাজীবন আমার সঙ্গে থাকবে।”
সাম্প্রতিক সময়ে লিভারপুল খারাপ ফর্মে আছে—শেষ আট ম্যাচে হেরেছে ছয়টিতে। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না রিয়াল মাদ্রিদ, জানালেন এই ২৭ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার।
“খুব কঠিন ম্যাচ হবে,” বলেন তিনি। “অ্যানফিল্ডের পরিবেশও সেটা আরও কঠিন করে তুলবে। যদিও সাম্প্রতিক ফলাফল তাদের পক্ষে নয়, তবুও তারা এখনো এক দারুণ দল। আমাদের কেউই মনে করছে না যে এটি সহজ ম্যাচ হবে।”
