অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডকে ভারতের বিপক্ষে চলমান টি২০ সিরিজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাতে তিনি অ্যাশেজ সিরিজের আগে শেফিল্ড শিল্ডে লাল বলের প্রস্তুতি নিতে পারেন।
গত সপ্তাহে মেলবোর্নে অস্ট্রেলিয়ার চার উইকেটের জয়ে ২৮ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে রোববার হোবার্টে তৃতীয় টি২০-তে চার বল খেলে মাত্র ছয় রান করেই আউট হন, যেখানে স্বাগতিকরা পাঁচ উইকেটে হারে।
ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার জানিয়েছে, হেড আগামী সপ্তাহে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচে খেলতে পারবেন।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থে।
টি২০ সিরিজটি বর্তমানে ১-১ সমতায় আছে। প্রথম ম্যাচটি ক্যানবেরায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, গোল্ড কোস্টে।
