Sunday, August 10, 2025
Homeজাতীয়গাজীপুরে পদ্মা এক্সপ্রেসের ড্রাইভিং লাইন থেকে ছিটকে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ ছিলো...

গাজীপুরে পদ্মা এক্সপ্রেসের ড্রাইভিং লাইন থেকে ছিটকে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ ছিলো ঢাকা-উত্তর ট্রেন যোগাযোগ

জয়দেবপুর জংশনে পদ্মা এক্সপ্রেসের ড্রেইলমেন্টের পর প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিলো উত্তরের ট্রেন চলাচল, আরোহীরা অন্য ট্রেনে ঢাকায় পৌঁছেছেন

শনিবার রাত গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ড্রেইলমেন্টের কারণে ঢাকা ও দেশের উত্তরের অঞ্চলের ট্রেন যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিলো।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মনির হোসেন জানিয়েছেন, রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে পদ্মা এক্সপ্রেসের লকোমোটিভ ও একটি বগি ট্র্যাক থেকে ছিটকে যায়। এতে উত্তর ও ঢাকার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার ফলে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয় এবং সড়ক যোগাযোগও বন্ধ থাকে।

জয়দেবপুরের প্রধান স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, “ব্রড গেজ লাইনে চলার কথা ছিলো ট্রেনটি, কিন্তু সেটি মিটার গেজ লাইনে চলে গিয়ে ছিটকে যায়।”

রেললাইন পরিষ্কার করার পর রাত ১০টা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে ছিটকে পড়ে আটকা পড়া চিত্রা এক্সপ্রেস খুলনায় যাওয়ার জন্য রওয়ানা হয়।

এদিকে, পদ্মা এক্সপ্রেসের যাত্রীরা অন্য একটি ট্রেন, তুরাগ কমিউটার, এ চড়ে রাজধানীতে পৌঁছেছেন বলে স্টেশন মাস্টার মনির হোসেন জানান।

এই দুর্ঘটনার কারণে উত্তরের জেলা থেকে ঢাকা ও ঢাকা থেকে উত্তরের ট্রেন যোগাযোগ কিছুক্ষণ স্থগিত ছিলো। পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ এই ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

RELATED NEWS

Latest News