পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সম্প্রতি ভারতে সফর করা বাংলাদেশি সাংবাদিকরা গত ১৫ বছরে বাংলাদেশের নির্বাচনে ভারতের অবস্থান নিয়ে পাল্টা প্রশ্ন না করায় তিনি বিস্মিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তোলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিক্যাবের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিশ্রি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে ভারত আইনি দিকগুলো খতিয়ে দেখছে। এ বিষয়ে ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা এসেছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁর প্রত্যাবর্তনের অনুরোধ পাঠানো হয়েছে। ভারত এখনো কোনো জবাব দেয়নি, তারা নিজেদের আইনি বিষয়গুলো দেখছে।
সাংবাদিকদের দিল্লি সফর প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্র সচিব নিজেই বলেছেন যে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন চায়। কিন্তু আপনাদের কেউ জিজ্ঞেস করেননি, গত ১৫ বছরে তারা এটি বলেনি কেন। আগের নির্বাচনগুলো কি সেই সূত্র মেনেই হয়েছিল। অনেকেই জ্যেষ্ঠ সাংবাদিক, তারপরও এমন প্রশ্ন না তোলা দেখে আমি বেশ অবাক হয়েছি।
তিনি আরও বলেন, আতিথ্যদাতাদের অস্বস্তিতে না ফেলতে চাইলে সেটি বোঝা যায়। তবু যখন তাঁর কাছ থেকেই এমন প্রসঙ্গ উঠে এসেছে, তখন প্রশ্ন করার সুযোগ ছিল। আপনারা সেই সুযোগটি নেননি।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ভারত সরকারের আমন্ত্রণে একটি বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধিদল নিউ দিল্লি সফর করে। বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব জানান, যত দ্রুত সম্ভব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত এবং বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে, নিউ দিল্লি সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
