Saturday, October 18, 2025
Homeজাতীয়উত্তরাঞ্চলে একযোগে মশাল মিছিল, তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি

উত্তরাঞ্চলে একযোগে মশাল মিছিল, তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি

লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় “জাগো বাহে তিস্তা বাঁচাই” আন্দোলনের কর্মসূচি

তিস্তা নদী ও এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় একযোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

“জাগো বাহে তিস্তা বাঁচাই” আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি স্থানে একসঙ্গে পালিত হয়।

আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল আসাদুল হাবিব দুলু কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, তিস্তা শুধু উত্তরাঞ্চলের প্রাণ নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

দুলু বলেন, “তিস্তা মাস্টার প্ল্যানের কাজ অবিলম্বে শুরু করতে হবে। জনগণ এখন তাদের প্রাপ্য পানির দাবিতে রাস্তায় নেমেছে।”

তিনি আরও বলেন, গত ষোলো বছর ধরে রংপুর অঞ্চলের মানুষ অবহেলিত। তবু তাদের ন্যায়ের দাবি থামানো যায়নি। যারা তিস্তা মাস্টার প্ল্যানের বিপক্ষে, তারা দেশের স্বার্থের বিরোধী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে নদী ভাঙন ও বালুচরের বিস্তার বেড়ে যাওয়ায় হাজারো মানুষ গৃহহীন হয়েছে। ফসলি জমি ও ঘরবাড়ি ধ্বংস হয়ে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এর আগে তিস্তা রিভার প্রটেকশন মুভমেন্ট লালমনিরহাটে একাধিক মানববন্ধন, সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে। বৃহস্পতিবারের মশাল মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও যুব গোষ্ঠীর নেতাকর্মীরা অংশ নেন।

তারা দাবি করেন, তিস্তা নদী বাঁচাতে এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

RELATED NEWS

Latest News