হলিউডের সুপারস্টার টম ক্রুজ দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য প্রশংসিত সিনেমায় কাজ করলেও কখনো অস্কার জেতা হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। ২০২৪ সালের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কারে ভূষিত হতে যাচ্ছেন তিনি।
সোমবার (১৭ জুন) এক বিবৃতিতে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানায়, এ বছর চারজন গুণী শিল্পীকে গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মান জানানো হবে। তাদের মধ্যে অন্যতম টম ক্রুজ।
বাকি তিনজন হলেন কোরিওগ্রাফার ডেবি অ্যালেন, চলচ্চিত্র প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং সঙ্গীতশিল্পী ডলি পার্টন।
একাডেমির সভাপতি জ্যানেট ইয়াং বলেন, “চারজন অসাধারণ প্রতিভাবান শিল্পীকে তাদের ক্যারিয়ার ও শিল্পে অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হবে। তারা চলচ্চিত্র এবং বিনোদন জগতে দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
টম ক্রুজ এর আগে চারবার অস্কারে মনোনীত হয়েছিলেন। ১৯৮৯ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ ও ১৯৯৬ সালে ‘জেরি ম্যাগুয়ার’ ছবিতে সেরা অভিনেতার মনোনয়ন পান। ১৯৯৯ সালে ‘ম্যাগনোলিয়া’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যও মনোনয়ন পেয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে ‘সেরা ছবি’ বিভাগে মনোনীত হন।
তবে এবারই প্রথমবার অস্কার ট্রফি হাতে তুলতে যাচ্ছেন তিনি। নিজের ক্যারিয়ারে অসংখ্য অ্যাকশনধর্মী ছবিতে ঝুঁকিপূর্ণ স্টান্ট নিজেই সম্পাদন করে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন এই তারকা।
১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।
এই সম্মানকে কেন্দ্র করে হলিউডে আবার আলোচনায় উঠে এসেছেন ক্রুজ। দীর্ঘদিনের প্রচেষ্টা এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই অস্কারকে দেখছেন ভক্ত ও সহকর্মীরা।