Wednesday, November 5, 2025
Homeখেলাধুলাক্রিকেটআঙুল ভাঙায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন টিম সাইফার্ট

আঙুল ভাঙায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন টিম সাইফার্ট

তার বদলে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন মিচেল হে

নিউজিল্যান্ডের ওপেনার ও উইকেটকিপার টিম সাইফার্ট আঙুল ভেঙে এই মাসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

দেশের ঘরোয়া ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঘাত পান সাইফার্ট। পরে এক্স-রেতে তার ডান হাতের তর্জনীতে ফ্র্যাকচার ধরা পড়ে।

সাইফার্টের বদলে নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে মিচেল হে-কে। বুধবার অকল্যান্ডে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ।

এনজেডসি জানায়, “সাইফার্ট মাঠ ছাড়েন আঘাত পাওয়ার পর, পরে এক্স-রেতে দেখা যায় তার ডান হাতের তর্জনী ভেঙে গেছে।”

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “সাম্প্রতিক টি২০ সিরিজে সাইফার্ট দুর্দান্ত ফর্মে ছিলেন। আগামী বছরের টি২০ বিশ্বকাপকে সামনে রেখে তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। এই চোট আমাদের প্রস্তুতিতে কিছুটা বাধা আনবে।”

৭৭টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ১২টি অর্ধশতক করা সাইফার্ট নিউজিল্যান্ডের অন্যতম অভিজ্ঞ ব্যাটার।

RELATED NEWS

Latest News