Thursday, October 30, 2025
Homeজাতীয়দুর্নীতি দমন কমিশন সংশোধনী অধ্যাদেশে সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষিত: টিআইবি

দুর্নীতি দমন কমিশন সংশোধনী অধ্যাদেশে সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষিত: টিআইবি

সংস্কার কমিশনের মূল প্রস্তাব বাদ দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষুণ্ণ করার অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, সরকার সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশগুলো উপেক্ষা করেছে, যা দুদককে স্বাধীন ও কার্যকর করার পথে বাধা সৃষ্টি করবে।

বুধবার এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়া অধ্যাদেশে আগের আইনের তুলনায় কিছু অগ্রগতি থাকলেও অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সংস্কার কমিশন একটি ‘সিলেকশন অ্যান্ড রিভিউ কমিটি’র প্রস্তাব দিয়েছিল, যা দুদকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারত। কিন্তু সরকার রিভিউ অংশটি বাদ দিয়েছে, ফলে দুদকের কর্মক্ষমতা নিয়মিত মূল্যায়নের সুযোগ হারাল।”

টিআইবি নির্বাহী পরিচালক জানান, সংস্কার কমিশনের প্রস্তাবিত জরুরি সংস্কারের মাত্র অল্প অংশই খসড়া অধ্যাদেশে অন্তর্ভুক্ত হয়েছে।

শাসনব্যবস্থা, নিয়োগে স্বচ্ছতা, আমলাতান্ত্রিক প্রভাব, অভ্যন্তরীণ দুর্নীতি এবং আইন সংস্কারের মতো গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের কথা ছিল সরকার ও দুদকের যৌথ উদ্যোগে।

তিনি আরও বলেন, সংস্কার কমিশন প্রস্তাব করেছিল প্রধান বিচারপতি যেন একজন দুর্নীতি-বিষয়ক বিশেষজ্ঞকে কমিটিতে মনোনীত করেন, কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। একই সঙ্গে সংক্ষিপ্ত তালিকার নাম প্রকাশের বিধানও বাতিল করা হয়েছে, যা স্বচ্ছতার পরিপন্থী।

এছাড়া কমিশনারের সংখ্যা তিন থেকে পাঁচে বাড়ানোর প্রস্তাবটিও গৃহীত হয়নি।

ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, যেখানে ব্যাপক ঐকমত্য রয়েছে, সেখানে সরকার বা দুদক কীভাবে সংস্কার কমিশনের প্রস্তাব উপেক্ষা করতে পারে।

RELATED NEWS

Latest News