হলিউডের বর্ষীয়ান প্রযোজক ও এবিসি প্রোডাকশনসের সাবেক নির্বাহী থমাস এইচ. ব্রোডেক আর নেই। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ১৫ জুন অ্যারিজোনার সারপ্রাইজ এলাকার একটি হসপিসে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী লোরেইন ব্রোডেক, যিনি নিজেও লেখক ও ওয়ার্নার ব্রাদার্সের সাবেক নির্বাহী।
পাঁচ দশকের ক্যারিয়ারে থমাস ব্রোডেক কাজ করেছেন একাধিক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ও টিভি প্রজেক্টে। ১৯৮০ এর দশকে প্রযোজনা করেন ‘দ্য অ্যাভিয়েটর’ (ক্রিস্টোফার রিভ), ‘দ্য প্রিন্সিপাল’ (জিম বেলুশি ও লুইস গোসেট জুনিয়র) এবং ‘ট্রানসিলভেনিয়া ৬-৫০০০’ (জেফ গোল্ডব্লাম) নামক সিনেমাগুলো।
১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত এবিসি প্রোডাকশনসে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন তিনি। এ সময় ‘স্টর্ম অব দ্য সেঞ্চুরি’ (১৯৯৯), ‘রোজ রেড’ (২০০২), ‘দ্য ডায়রি অব এলেন রিমবাউয়ার’ (২০০৩) এবং স্টিফেন কিংয়ের তৈরি সিরিজ ‘কিংডম হসপিটাল’ (২০০৪) প্রজেক্টে কাজ করেন।
এর আগে তিনি ছিলেন ‘ইস্ট অব ইডেন’ (১৯৮১) মিনিসিরিজের প্রোডাকশন ইনচার্জ।
২০০৯ সালে শোটাইমের জনপ্রিয় সিরিজ ‘দ্য টিউডরস’-এর শেষ চার পর্বের প্রযোজক হিসেবে যুক্ত হন তিনি। পরে ২০১৪ সালে জিনা রোল্যান্ডস অভিনীত ‘সিক্স ড্যান্স লেসনস ইন সিক্স উইকস’ ছবিটিও প্রযোজনা করেন।
থমাস ব্রোডেক জন্মগ্রহণ করেন হলিউডে। মার্ক কেপেল হাই স্কুলে পড়াশোনা করেন, যেখানে নাতালি উড ছিলেন তার সহপাঠী। ১৯৬০ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (USC) থেকে গ্র্যাজুয়েশন করেন। সেখানেই পরিচয় হয় ভবিষ্যতের স্ত্রী লোরেইনের সঙ্গে।
১৯৮৬ সালে রিচার্ড সোয়ামসের সঙ্গে যৌথভাবে ‘ডরিক প্রোডাকশনস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি স্টুডিও ভিত্তিক ছবির জন্য কাজ করত। ‘দ্য বস’ ওয়াইফ’ (১৯৮৬), ‘দ্য প্রিন্সিপাল’ (১৯৮৭), ‘হানি আই শ্রাঙ্ক দ্য কিডস’ (১৯৮৯) ছবিগুলো তাদের প্রযোজিত।
তিনি ছিলেন সাউথওয়েস্টার্ন স্টুডিওর প্রধান, যেখানে ১৯৭১ থেকে ১৯৭৪ পর্যন্ত ‘দ্য নিউ ডিক ভ্যান ডাইক শো’ ধারণ করা হয়।
এছাড়া প্রযোজক মেস নিউফেল্ডের নেতৃত্বে একটি কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, এবং পিটারসেন কোম্পানির টেলিভিশন বিভাগের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
থমাস ব্রোডেক ছিলেন ক্যালিফোর্নিয়া ফিল্ম কমিশনের ভাইস চেয়ারম্যান ও নর্থ ব্রিটেন ফিল্ম কমিশনের উপদেষ্টা। তিনি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য ছিলেন।
তিনি রেখে গেছেন দুই কন্যা—ক্রিস্টিন ও কেরি, এবং এক নাতি লোগান ডানকে, যিনি নেটফ্লিক্সের ‘সাইরেন্স’ লিমিটেড সিরিজে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন।