Wednesday, January 28, 2026
Homeজাতীয়দেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু শূন্য

দেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু শূন্য

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। তবে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মোট ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়ায় ৪ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৫২১ জনে পৌঁছেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ হার বর্তমানে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলা এখনো অত্যন্ত জরুরি।

জনগণকে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • করোনা

RELATED NEWS

Latest News