Monday, November 10, 2025
Homeআন্তর্জাতিকতেলআবিবে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ

তেলআবিবে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ

গাজা যুদ্ধ শেষ করতে চুক্তির আহ্বান, যুক্তরাষ্ট্রে নেটানিয়াহু-ট্রাম্প বৈঠকের প্রস্তুতি

ইসরায়েলের তেলআবিবে শনিবার হাজারো মানুষ গাজা যুদ্ধের অবসান ও বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সোমবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন।

গাজায় ইসরায়েলি হামলায় শনিবার অন্তত ৯২ জন নিহত হন। এর মধ্যে ৪৫ জন গাজা শহরে প্রাণ হারান বলে হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে।

তেলআবিবের হোস্টেজ স্কয়ারে বিক্ষোভকারীরা “সব বন্দিকে এখনই মুক্তি দাও” লেখা একটি বড় ব্যানার প্রদর্শন করেন।

অপহৃতদের একজন ওমরি মিরানের স্ত্রী লিশাই মিরান-লাভি বলেন, “এই যুদ্ধ বন্ধ করার এবং বন্দিদের ঘরে ফেরানোর জন্য একটি পূর্ণাঙ্গ চুক্তিই একমাত্র সমাধান। প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানাই, নেতানিয়াহুর সঙ্গে প্রভাব খাটান। যুদ্ধ দীর্ঘ হলে বন্দিদের জীবনের ঝুঁকি আরও বাড়বে।”

শুক্রবার জাতিসংঘে নেতানিয়াহু বলেন, ইসরায়েল হামাসের বিরুদ্ধে “কাজ শেষ করবে।” অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, “আমরা একটি চুক্তির কাছাকাছি আছি। এতে বন্দিরা মুক্ত হবে এবং যুদ্ধ শেষ হবে।”

বিক্ষোভে অংশ নেওয়া রোনেন ওহেল, যার ভাই এখনো বন্দি, নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, “কোনো দেরি নয়, কোনো ঘোষণা নয়। এখনই নেতৃত্ব দেওয়ার সুযোগ।”

তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, “হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষ করার কোনো অধিকার নেই।”

নেতানিয়াহুর সরকার কট্টর ডানপন্থী মিত্রদের ওপর নির্ভরশীল, যারা যুদ্ধ বন্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলায় ২৫১ জনকে অপহরণ করা হয়। বর্তমানে ৪৭ জন এখনো গাজায় বন্দি আছেন, যার মধ্যে ২৫ জনকে মৃত বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা। ওই হামলায় ইসরায়েলের ১,২১৯ জন নিহত হন, বেশির ভাগই বেসামরিক।

অন্যদিকে ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৯২৬ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

RELATED NEWS

Latest News