বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশুলিয়ায় গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে আয়োজিত সমাবেশে বুধবার ভার্চুয়ালি যোগ দেবেন।
ঢাকা জেলা বিএনপির আয়োজনে বিকেল ৩টায় সাভারের আশুলিয়ার শ্রীপুরশা গণোকবাড়ির দারুল ইহসান মাদরাসা মাঠে ‘নরকীয় জুলাই’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভা আয়োজন করা হচ্ছে।
জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জন যুবককে গুলি করে হত্যার পর তাদের দেহ পুড়িয়ে ফেলার প্রমাণ পাওয়া গেছে।
তদন্তে উঠে এসেছে যে পুলিশ প্রথমে পাঁচজনকে গুলি করে হত্যা করে এবং একজন যুবক প্রাথমিকভাবে বেঁচে যান। পরে ছয়জনের লাশ একটি রিকশা ভ্যানে করে কার্পেটে মোড়ানো অবস্থায় নিয়ে গিয়ে পুলিশের গাড়ির পাশে রাখা হয়। এরপর লাশগুলোর ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিএনপি বলছে, গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে এবং বিচার দাবিতে দেশব্যাপী এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।