আসন্ন জাতীয় নির্বাচনে আনুপাতিক ভোটব্যবস্থা চালুর প্রস্তাবের পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণজাগরণ ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক যাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ৩৬ দিনের একটি জাতীয় প্রচারাভিযানের সূচনা করে।
তারেক রহমান বলেন, “আমরা সবাইকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো কর্তৃত্ববাদী শক্তি বাংলাদেশকে আবার দাসত্বের পথে নিয়ে যেতে না পারে।”
তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমরা শহিদদের ঋণ শোধ করব একটি ন্যায়ভিত্তিক ও সমতা নির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে। এখন আর কোনো ভুল করার সুযোগ নেই। এই গণজাগরণ আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।”
তারেক রহমান দেশের সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, যাতে তারা একযোগে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণ করে। বিশেষ করে যেসব মানুষ গণআন্দোলনে জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর প্রস্তাব দেয়।
এ প্রেক্ষিতে তারেক রহমানের মন্তব্যকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি ভোটব্যবস্থায় পরিবর্তনের আড়ালে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।