বাংলাদেশের বামহাতি স্পিনার তাইজুল ইসলাম দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ২০ লিগে চুক্তি করে ইতিহাস গড়লেন। এ লিগে খেলার সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি।
৩৩ বছর বয়সী এই স্পিনার ড্রাফটে অংশ নেন ৫ লাখ র্যান্ড (প্রায় ৩০ লাখ টাকা) বেস প্রাইস নিয়ে। ডারবানস সুপার জায়ান্টস প্রথমে তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে এবং অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় না নামায় বেস প্রাইসেই তাঁকে দলে ভেড়ায়।
তাইজুল দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেস্ট দলের নির্ভরযোগ্য বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এবার তিনি দক্ষিণ আফ্রিকার এই মর্যাদাপূর্ণ টি–টোয়েন্টি আসরে খেলার সুযোগ পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা আরও বিস্তৃত করার সুযোগ পাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, তাইজুলের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যও নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁকে ঘিরে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশাও বাড়ছে।
এসএ২০ লিগ আগামী মৌসুমে শুরু হবে এবং তাতে বিশ্বের নামীদামি ক্রিকেটারদের সঙ্গে মাঠে দেখা যাবে বাংলাদেশের তাইজুল ইসলামকেও।